Wellcome to National Portal
আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২৫

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি

কোম্পানির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি:

 

সামাজিক কল্যাণ সাধনের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় সুন্দর জীবন ও সামাজিক উৎকর্ষ সাধনে নানা অনটন ও অভিঘাত মোকাবেলায় বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ ও তহবিল গড়ে উঠে। দেশের অনগ্রসর, সুবিধা বঞ্চিত, দরিদ্র, অসহায় মানুষের কল্যাণে প্রাতিষ্ঠানিক সাহায্য-সহযোগিতা একটি সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

 

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) এর অপারেশনাল কর্মসূচির আওতায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি সিএসআর কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসা সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষা সহায়তা, পরিবেশ উন্নয়ন, আর্ত-মানবতার সেবা, ক্রীড়া উন্নয়ন ইত্যাদি কার্যক্রমে আর্থিক সহায়তা/অনুদান প্রদানের মাধ্যমে অবদান রাখছে।

 

কোম্পানির কার্যক্রমভুক্ত এলাকার এসব সামাজিক সহযোগিতার অংশীদার হতে পেরে সরকারি এ প্রতিষ্ঠান গর্বিত।